Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ড্রোন ভূপাতিত করার আমেরিকান দাবি ভিত্তিহীন: ইরান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ২০ জুলাই ২০১৯

প্রিন্ট:

ড্রোন ভূপাতিত করার আমেরিকান দাবি ভিত্তিহীন: ইরান

ঢাকা : হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন ভূপাতিত করার যে দাবি করেছে যুক্তরাষ্ট্র, তা সঠিক নয় বলে জানিয়েছে ইরান। ইরানের উপ-বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি নিজের টুইটারে অ্যাকাউন্টের একটি টুইটে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে দিয়ে লেখেন, ‘ভুল করে নিজেদের ড্রোনই হয়তো ধ্বংস করে ফেলেছে নাকি আমেরিকা।’

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের ড্রোন নামিয়েছে তাদের যুদ্ধজাহাজ ‘বক্সার’।

আমেরিকার দাবি উড়িয়ে ইরানের উপ-বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার টুইট করেন, ‘হরমুজ প্রণালী বা অন্য কোথাও আমাদের কোনও ড্রোন ধ্বংস করা হয়নি। আমার আশঙ্কা, আমেরিকার ‘বক্সার’ ভুল করে নিজেদের ইউএএস (আনম্যানড এরিয়াল সিস্টেম) ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে ফেলেছে।’

এদিকে ইরানের রেভোলিউশনারি গার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘শীঘ্রই আমাদের ড্রোনের তোলা কিছু ছবি প্রকাশ করা হবে। আর তাতেই পরিষ্কার হয়ে যাবে ওদের দাবি কতটা মিথ্যা ও ভিত্তিহীন।’

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন যুদ্ধজাহাজের কাছে চলে আসায় এ ব্যবস্থা নেয়া হয়। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেদের নিরাপত্তায় হুমকির কারণেই এমনটি করা হয়। ড্রোনটিকে বেশ কয়েকবার থামার নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু এটা তা উপেক্ষা করে জাহাজ এবং ক্রুদের নিরাপত্তায় হুমকি তৈরি করে। জাহাজের এক হাজার গজের মধ্যে চলে আসার পর ইউএসএস ‘বক্সার’ নামে একটি যুদ্ধজাহাজ প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ হিসেবে ড্রোনটি ভূপাতিত করে।

তবে মার্কিন দাবি উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গতকালই, এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

এর আগে, বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেলবাহী একটি ট্যাংকারের ভিডিও প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গেল রোববার পারস্য উপসাগরে জ্বালানি তেল চোরাচালানোর অভিযোগে ১২ ক্রুসহ ট্যাংকারটি জব্দ করে ইরানের রেভল্যুশনারি গার্ড আইআরজিসি। তাদের দাবি, প্রায় ১০ লাখ লিটার জ্বালানি তেল চোরাচালান করছিলো বিদেশি জাহাজটি। হরমুজ প্রণালীতে জব্দ করা ট্যাংকারটি অবিলম্বে ছেড়ে দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer