Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ডেঙ্গু নিয়ে দুই সিটির গাফিলতি রয়েছে: হাইকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ২০ আগস্ট ২০১৯

প্রিন্ট:

ডেঙ্গু নিয়ে দুই সিটির গাফিলতি রয়েছে: হাইকোর্ট

ঢাকা : ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটির গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই সিটির কার্যক্রমে আবারো অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। মঙ্গলবার এ মন্তব্য করেন আদালত।

আদালত আরো বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কাদের গাফলতি দায়ী তা তদন্ত হওয়া দরকার। ডেঙ্গু নিয়ে এক রুলের শুনানিতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দির বেঞ্চ এ মন্তব্য করেন।

পরে ঢাকার দুই সিটিতে মশার ওষুধ ছিটানো কর্মীরা কে, কখন, কোন ওয়ার্ডে যাচ্ছে, কতক্ষণ কাজ করছে তার তথ্য আগামী সোমবারের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সরকারের দীর্ঘমেয়াদি পদক্ষেপ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানাতে বলেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer