Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ডাসের চক্ষু শিবিরে ২০০ জনকে বিনামূল্যে সেবা

মাসুম বিল্লাহ মাজেদ

প্রকাশিত: ২১:৩৩, ৮ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডাসের চক্ষু শিবিরে ২০০ জনকে বিনামূল্যে সেবা

ছবি : বহুমাত্রিক.কম

শুক্রবার দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করেছে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)। ঢাকা সিটির নিকুঞ্জ-১ (দক্ষিণ) কল্যাণ সমিতির অফিসে ২০০ জন রোগীকে চিকিৎসাপত্র দেয়া হয়েছে। এ সময় ২২ জনকে ছানি অপারেশন করানো ও বিনামূল্যে ওষুধ-চশমা প্রদান।

ডাচ্ বাংলা ব্যাংক এর অর্থায়নে ও নিকুঞ্জ-১ (দক্ষিণ) কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় চিকিৎসা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিকুঞ্জ-১ (দক্ষিণ) কল্যাণ সমিতির সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা নজরুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হাসপাতালে ২২ জন রোগীকে ছানি অপারেশ করানো হবে। এ সময় অনুষ্ঠানে আরো ছিলেন, আঃ ওয়াদুধ চৌধুরী, কামাল আনোয়ার, সাখোয়াত হোসেন, ইনতেসার আলম।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer