Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টায় মূল হোতা নাজমুলসহ গ্রেপ্তার ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ২৩ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টায় মূল হোতা নাজমুলসহ গ্রেপ্তার ৪

ঢাকা : মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলী হত্যাচেষ্টা মামলার মূল আসামি নাজমুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার রাতে মূল হোতা নাজমুলকে গাজীপুর থেকে এবং অপর ৩ আসামিকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে পিবিআই কার্যালয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এসব তথ্য জানান।

গত ৫ জানুয়ারি রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরের বাড়িতে ঢুকে দুবৃর্ত্তরা ডা. সারওয়ার আলীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায়। তবে বাসার লোকজন ও প্রতিবেশীদের তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পান। ওই ঘটনায় তিনি উত্তরা-পশ্চিম থানায় মামলা করলে পুলিশ তার বাড়ির দারোয়ান ও গাড়িচালককে গ্রেপ্তার করে। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer