Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ডা. এফতেখাইরুলের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ৪ মে ২০২১

প্রিন্ট:

ডা. এফতেখাইরুলের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. এফতেখাইরুল ইসলামের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা-সেবা প্রদানকালে তিনি করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসসকে বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান (সুমন) শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে (এসএইচএসএমসিএইচ) ডা. এফতেখাইরুলের স্ত্রী ডা. মাহমুদা আক্তারের কাছে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন এসএইচএসএমসিএইচ-এর অধ্যক্ষ প্রফেসর ডা. এবিএম মাকসুদুল আলম, উপাধ্যক্ষ ড. মো. শাহাদাত হোসেন এবং পরিচালক ডা. মো. খলিলুর রহমান।

৩৩তম বিসিএস ক্যাডার (স্বাস্থ্য) ডা. এফতেখাইরুল এসএইচএসএমসিএই এর একজন স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কোভিড-১৯ পজিটিভ রোগীদের সরাসরি চিকিৎসা-সেবা দিচ্ছিলেন। গত ৭ এপ্রিল থেকে তিনি কোভিড-১৯ সংশ্লিষ্ট জটিলতায় চিকিৎসা নিচ্ছেন। গত ১২ এপ্রিল থেকে ডা. এফতেখাইরুল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সে এন্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer