Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ডব্লিউএইচও ছাড়ার ঘোষণা ট্রাম্পের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ৩০ মে ২০২০

প্রিন্ট:

ডব্লিউএইচও ছাড়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যুক্তরাষ্ট্রের সকল সম্পর্ক ছিন্ন করছেন। সেইসঙ্গে ফের দাবি করেছেন, ডব্লিউএইচও`র ওপর চীনের পুরো নিয়ন্ত্রণ আছে।

শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, করোনা ভাইরাসের প্রাথমকি সংক্রমণের বিরুদ্ধে লড়তে ডব্লিউএইচও ব্যর্থ হয়েছে।

মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, তারা (ডব্লিউএইচও) আমাদের অনুরোধ রক্ষা করতে এবং প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হয়েছে । আমরা আজকে ডব্লিউএইচও`র সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো।

এছাড়া চীনা কর্মকর্তারা করোনা নিয়ে বিভ্রান্ত করার জন্য ডব্লিউএইচও`কে চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে এবং অর্থনীতির গভীর ক্ষতি হয়েছে।

এর আগে মার্কিন এই প্রেসিডেন্ট ডব্লিউএইচও চীনের হাতের পুতুল বলে উল্লেখ করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer