Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ড. কামালের ওপর হামলা : ৩ দিনের মধ্যে তদন্তের নির্দেশ ইসির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ১৭ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৯:৪২, ১৭ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

ড. কামালের ওপর হামলা : ৩ দিনের মধ্যে তদন্তের নির্দেশ ইসির

ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার পুলিশ সদরদপ্তরে এ চিঠি পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইসির যুগ্ন সচিব আবুল কাসেম বলেন, রোববার সরকারি ছুটি থাকায় সোমবার সকালে চিঠি পাঠানো হয়।

১৪ ডিসেম্বর সকালে মিরপুরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা করা হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে স্মৃতিস্তম্ভের কাছেই এ হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তবে হামলায় ড. কামালের কোনো ক্ষতি হয়নি।

হামলার ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা শনিবার রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ড. কামাল একজন সিনিয়র নাগরিক ও বিখ্যাত ব্যক্তি। তার ওপরে হামলা কখনো প্রত্যাশিত নয়।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer