Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ২৯ মে ২০২০

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঠাকুরগাঁও : এই প্রথম করোনা উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আব্দুল জলিল (২৩)   নামে এক যুবকের  মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাকিবুল আলম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটায় শ্বাস কষ্ট নিয়ে সে  হাসপাতালে ভর্তি হয় এবং আজ তিনি মারা যায়। গত তিন দিন ধরে সে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিল বলে তার পরিবার জানায়। 

তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোরে।  তার করোনা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হতে ৫ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করছি। এর পর বিষয় টি নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য,ঠাকুরগাঁও জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪ জন।  এর মধ্যে  ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত জেলায় ১৪৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer