Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ট্রেন ভ্রমণের নতুন নিয়মে পরিবর্তন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ২০ আগস্ট ২০২০

প্রিন্ট:

ট্রেন ভ্রমণের নতুন নিয়মে পরিবর্তন

ট্রেন যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বর্তমানে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার নিয়মটি পরিবর্তন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্যের টিকিট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে।

গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এ বাধ্যবাধকতা শিথিল করা হলো।

বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এদিকে গত রোববার থেকে ‌‘টিকিট যার ভ্রমণ তার’-রেলের এ নতুন নিয়ম কার্যকর শুরু হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer