Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ট্রুডোর সঙ্গেই প্রথম ফোনে কথা বলবেন প্রেসিডেন্ট বাইডেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২১ জানুয়ারি ২০২১

আপডেট: ১১:৫৩, ২১ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

ট্রুডোর সঙ্গেই প্রথম ফোনে কথা বলবেন প্রেসিডেন্ট বাইডেন

আগামী শুক্রবার থেকে প্রেসিডেন্ট জো বাইডেন বিদেশী নেতাদের ফোন করতে শুরু করবেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি জানান, বাইডেন শুরুতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলবেন।

জো বাইডেনের শপথ নেওয়ার পর হোয়াইট হাউজে প্রথম সংবাদ সম্মেলনে জেন সাকি এসব তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন, এ মূহুর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোন পরিকল্পনা প্রেসিডেন্টের নেই।

এদিকে বাইডেনকে শুভেচ্ছা জানালেও তার প্রতি হতাশ বলে জানিয়েছে ট্রুডো। প্রেসিডেন্ট বাইডেনকে কিস্টোন পাইপ লাইনের অনুমোদন বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে দেখে হতাশ বলে জনান ট্রুডো।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer