Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ট্যানারি মালিকদের কাছে কাঁচা চামড়া বিক্রি করবে আড়তদাররা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ১৮ আগস্ট ২০১৯

প্রিন্ট:

ট্যানারি মালিকদের কাছে কাঁচা চামড়া বিক্রি করবে আড়তদাররা

ফাইল ছবি

ঢাকা: চামড়া শিল্পের সংকট সমাধানে আড়তদাররা রোববার থেকে ট্যানারি মালিকদের কাছে কোরবানির পশুর চামড়া বিক্রি করার ঘোষণা দিয়েছে। খবর ইউএনবি’র 

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকার, ট্যানারি মালিক, আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টদের বৈঠক শেষে নতুন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে আজ থেকেই কাঁচা চামড়া বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। চামড়া বিক্রি বন্ধের আগের সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি।’

এর আগে শনিবার বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় যে, পাওনা টাকা না দেয়া পর্যন্ত আড়তদাররা কোনো কাঁচা চামড়া ট্যানারি মালিকদের কাছে বিক্রি করবে না।

এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ট্যানারি মালিকদের কাছে ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ের ব্যাপারে এফবিসিসিআইকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সমস্যা সমাধানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কাজ করবেন।

দেলোয়ার আরও বলেন, ঢাকা এবং ঢাকার বাইরেসহ আড়তদাররা সব মিলিয়ে ৪০০ কোটি টাকা পাওনা। ‘আমরা আশা করছি খুব দ্রুত সময়ে আমাদের পাওনা টাকা ট্যানারি মালিকরা দিয়ে দেবেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer