Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

টুইটারে চালু হচ্ছে ‘এডিট টুইট’ অপশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ৪ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:০৬, ৪ অক্টোবর ২০২২

প্রিন্ট:

টুইটারে চালু হচ্ছে ‘এডিট টুইট’ অপশন

টুইটারে কোনো কিছু লিখে পোস্ট করার পর তা এখন থেকে এডিট করা যাবে। টুইটারে যে বার্তা পোস্ট করা হয় তাকে বলে টুইট। এডিট টুইট সুবিধা চালু হলে টুইট করার পর প্রয়োজনবোধে তা এডিট করা যাবে। সোমবার টুইটার কর্তৃপক্ষ এ ঘোষণা করেছে।

তবে এই সুবিধা শুধু মাত্র ‘টুইটার ব্লু’ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রাথমিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসকারী ‘টুইটার ব্লু’ (প্রতি মাসে ৫ ডলারের বিনিময়ে ‘টুইটার ব্লু’ সেবা ব্যবহার করা যায়) সেবা ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই যুক্তরাষ্ট্রে বসবাসকারী ‘টুইটার ব্লু’ সেবা ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।

কয়েক মাস ধরেই ‘এডিট টুইট’ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছিল টুইটার। নতুন সুবিধা চালু হলে, প্রকাশ করা টুইট ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ পাঁচবার সম্পাদনা করা যাবে। তবে অন্য ব্যবহারকারীরাও জানতে পারবেন, টুইটের মূল লেখা সম্পাদনা করা হয়েছে। প্রকাশের কতক্ষণ পর টুইট সম্পাদনা করা হয়েছে, তা-ও দেখা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer