Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু কাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৪ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু কাল

১ মাস বিরতির পর আবারও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ২০২১-২২ অর্থবছরে এ কার্যক্রম ষষ্ঠবারের মতো শুরু করতে যাচ্ছে সংস্থাটি।

শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিবি জানিয়েছে, রোববার থেকে সংস্থাটি আবারও ট্রাকে করে কম মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হবে। এ কার্যক্রম চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। তবে শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা প্রতিকেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬০ টাকায়, সয়াবিন তেল প্রতিলিটার ১১০ টাকায় এবং পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় ক্রয় করতে পারবেন। এবং সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও পাঁচ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে টিসিবির এ কার্যক্রম বন্ধ ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer