Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

টাইপ না করে চ্যাটে যেভাবে ম্যাসেজ লিখবেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ১১ জুলাই ২০২২

প্রিন্ট:

টাইপ না করে চ্যাটে যেভাবে ম্যাসেজ লিখবেন

অনলাইনের এই দুনিয়ায় ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ছাড়া জীবন অচল। প্রতি মুহূর্তে ইনবক্স চেক করা যেন নিঃশ্বাস নেওয়ার মতোই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে বিভিন্ন মানুষের পাঠানো বার্তার জবাব দেয়াটা কারো কারো কাছে বিরক্তিকর মনে হয়। ওই সব মানুষদের জন্য রয়েছে সুখবর।

টাইপ না করেই যে কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন অনায়াসে, সেই সুবিধাও রয়েছে। এর ফলে যেমন কি-বোর্ডে হাতও দিতে হবে না তেমনই সময়ও বাঁচবে অনেকখানি।

অ্যানড্রয়েড হোক কিংবা আইওএস; সবাই Google Voice Assistant-এর সঙ্গে প্রায় সবাই পরিচিত। তবে এর কার্যকরী ব্যবহার সম্পর্কে অনেকেই অবগত নয়। কি করতে হবে জানুন –

> গুগল অ্যাপ ওপেন করে উপরে ডানদিকে প্রোফাইল ফটো অপশনে ক্লিক করুন।

>নিচে সেটিংস অপশনে ক্লিক করে Google Assistant অপশনে ট্যাপ করুন।

> তারপর Hey Google And Voice Match অপশনে ক্লিক করুন। এই অপশনটি যদি বন্ধ থাকে সেটি চালু করে দিন।

> এবার Google Voice Assistant এ বলুন “Send a WhatsApp message to Contacts” (যাকে আপনি মেসেজ করতে চাইছেন তার নাম বলবেন)

> গুগল এবার আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কী মেসেজ পাঠাতে চান? নির্দিষ্ট মেসেজ বলে দিলেই গুগল সেটি চিহ্নিত করবে।

> এবার Google Assistant আপনাকে নিশ্চিত করতে বলবে আপনি সেই মেসেজটি পাঠাতে চান কিনা, যেখানে আপনাকে বলতে হবে “Yes”।

ব্যাস, তৎক্ষণাৎ সেই মেসেজ চলে যাবে উক্ত কন্ট্যাক্টস এর কাছে। তবে খেয়াল রাখতে হবে, আপনি যে কন্টাক্টস বলবেন সেটি যেন আপনার মোবাইলে সেভ থাকে। এভাবেই কোনো টাইপ করা ছাড়াই পাঠাতে পারবেন ম্যাসেজ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer