Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

টাইগারদের ১৩৯ রানের টার্গেট দিল আফগানিস্তান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ২১ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

টাইগারদের ১৩৯ রানের টার্গেট দিল আফগানিস্তান

ঢাকা : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৭৫ রান করা দলটি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে রানে থেমে যায় সফরকারীরা।

শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শফিউল ইসলামের বাউন্সি বলে শূন্যে ক্যাচ তুলে দেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু ফাইন লেগে ওঠা সহজ ক্যাচটি তালুন্ধি করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ফ্লাডলাইটের ওপরে ওঠা বলটি রিয়াদের হাত ফসকে বেরিয়ে যায়।

দলীয় ৮ আর ব্যক্তিগত ৩ রানে নতুন লাইফ পান আফগান ওপেনার। নতুন জীবন পেয়ে হযরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান গুরবাজ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৯.৩ ওভারে স্কোর বোর্ডে ৭৫ রান যোগ করেন তারা।

১০ম ওভারে বোলিংয়ে এসেই পরপর দুই উইকেট তুলে নেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। আফগান শিবিরে প্রথম আঘাত হানেন তরুণ এ অফ স্পিনার। হযরতউল্লাহকে ক্যাচ তুলতে বাধ্য করেন আফিফ। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া আফগান এ ওপেনার সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ৬টি চার দুই ছক্কায় ৪৭ রান করেন।

ভালো শুরুর পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান। তিনি আফিফের দ্বিতীয় শিকারে পরিনত হয়ে সাজঘরে ফেরেন।

আফগান শিবিরে তৃতীয় আঘাত হানেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহামান। তার শিকার হয়ে সাজঘরে ফেরন অন্য ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ২৭ বলে ২৯ রান করে আউট হন তিনি।

বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৮৪ রানের ইনিংস খেলা মোহাম্মদ নবীকে শনিবার উইকেটে সেট হওয়ার আগেই সাজঘরে ফেরান সাকিব। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সাকিবের তৃতীয় শিকারে পরিনত হয়ে সাজঘরে ফেরেন নবী।

চলমান ত্রিদেশীয় সিরিজে আগের তিন ম্যাচের দুটিতে ব্যাট মাত্র ১০ রান করার সুযোগ পান আফগান সাবেক অধিনায়ক গুলবাদিন নাইব। অফ ফর্মে থাকা এ অলরাউন্ডার রান আউট হওয়ার আগে মাত্র ১১ রান করার সুযোগ পান।

মোহাম্মাদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে দলীয় ১০৯ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নজিবুল্লাহ জাদরান। করিম জানাতকে মুশফিকের ক্যাচে পরিনত করে সাজঘরে ফেরান শফিউল। শেষ দিকে রশিদ খানরা প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় ১৩৮ রাসে গুটিয়ে যায় আফগানিস্তান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer