Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

টাইগারদের সংবাদ সম্মেলন বয়কটের কারণ জানালেন সাংবাদিকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ২১ অক্টোবর ২০২১

প্রিন্ট:

টাইগারদের সংবাদ সম্মেলন বয়কটের কারণ জানালেন সাংবাদিকরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরই মধ্যে এল আরেক খবর।

টাইগারদের টিকে থাকার লড়াইয়ের আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের জন্য আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে দলের প্রতিনিধি হিসেবে একজনের আসতে হতো। কিন্তু এদিন নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলেন দেখা যায়নি দলের কাউকে।

অথচ আইসিসি আগের দিনই সংবাদ সম্মেলনের সময় সূচি জানিয়ে দিয়েছিল। সে অনুযায়ী বাংলাদেশি ও স্থানীয় সাংবাদিকরা মাঠে এসেছিলেন।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ আসেননি। তিন তিনবার সংবাদ সম্মেলনের সূচি পরিবর্তন করা হয়।

শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত পৌনে ৮টায় বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স আসেন। সেই সময় কোনো সাংবাদিকই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। এ সময় আইসিসির মিডিয়াকর্মী কালাম ডেভিস পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ দল নিয়ে প্রিন্সকে নানা প্রশ্ন করেন। আর সেসব প্রশ্নের উত্তর দেন প্রিন্স।

বিশ্বকাপ কাভার করতে এই মুহূর্তে ওমানে থাকা একাধিক বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক জানিয়েছেন, সংবাদ সম্মেলনে প্রায়ই দেরি করে আসেন বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এটি দলের জয়, পরাজয় ভেদে সর্বজনীন ঘটনা বলে দাবি তাদের। বুধবার অনুশীলন করেনি টাইগাররা। কিন্তু সেটি সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। ফলে সাংবাদিকরা মাঠে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে এসেছেন।

শুধু অনুশীলন নয়, দুই ঘণ্টা বসিয়ে রেখেও এবং কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সংবাদ সম্মেলনে আসেনি বাংলাদেশ ক্রিকেট দলের কোনো খেলোয়াড়। পরবর্তীকালে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স এলেও এমন অপেশাদার আচরণের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের সংবাদ সম্মেলন বয়কট করেছে সফররত সাংবাদিকরা।

‘বি’ গ্রুপে বাছাইপর্বের শেষ ম্যাচে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এই ম্যাচে জয় পেলে সুপার টুয়েলভের পথ অনেকটা মসৃণ হবে টাইগারদের। স্কটল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের ধারায় ফিরেছে মাহমুদউল্লাহ বাহিনী। এবার পিএনজির বিপক্ষে বড় জয়ের লক্ষ্যেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

জানা গেছে, পাপুয়ানদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে কোচ রাসেল ডমিঙ্গোর দল। সাকিব-মুস্তাফিজরা ছন্দে ফেরায় আরও আত্মবিশ্বাসী টাইগার শিবির। একই সঙ্গে ওপেনিংয়ে নাইম শেখের ব্যাটিং স্বস্তি ফিরিয়েছে টপ অর্ডারে। টি-টোয়েন্টি ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে কখনোই খেলেনি বাংলাদেশ। তবে র‌্যাংকিংয়ের বিচারে পরিষ্কার ফেভারিট টাইগাররা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer