Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৭ মে ২০১৯

প্রিন্ট:

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সাতটি ফাইনাল খেলেছে। কিন্তু ফাইনালে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মাশরাফি-সাকিব-মুশফিকদের।

তবে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের এই ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।

চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে আছে টিম বাংলাদেশ। তিনটি ম্যাচেই রান তাড়া করে জিতেছে মাশরাফি বাহিনী। তামিম-লিটন-সৌম্য-সাকিব সবাই আছেন ফর্মে। সিরিজের আগের দুই ম্যাচেই উইন্ডিজকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে তাই এগিয়ে থাকবে রোডস বাহিনীই। সবাই ফর্মে থাকায় দলগঠনে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মোর্ত্তোজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : সুনিল অ্যাব্রিস, শাই হোপ, ড্রারেন ব্র্যাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক) , ফাবিয়ান এলিন, অ্যাসলি নার্স, কোমার রোচ, র‍্যামন রাইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer