Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে সেনা ও বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনী প্রস্তুত

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ২৪ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঝালকাঠিতে সেনা ও বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনী প্রস্তুত

ঝালকাঠি :একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি জেলার ২টি আসনের জন্য ৬ প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ঝালকাঠি-১ আসনের জন্য ৩ প্লাটুন এবং ঝালকাঠি-২ আসনের জন্য ৩ প্লাটুন সেনা সদস্য মোতায়েনহয়েছে। একই সংখ্যার বিজিবিও মোতায়েন করা হয়েছে।

জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাগেছে, ঝালকাঠি-১ আসনে ৯০টি এবং ঝালকাঠি ২ আসনে ১৪৭টি কেন্দ্র সহ ২ আসনে মোট ২৩৭টি কেন্দ্র রয়েছে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোকে ৩টি অংশে ভাগ করা হয়েছে।

অধিক গুরুত্বপুর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এই ৩ ক্যাটাগরিতে সকল কেন্দ্রগুলোতে পুলিশ আনসার ও নিরাপত্তা বাহিনীর কেন্দ্র ভিত্তিক সদস্য সংখা তৈরি করা হচ্ছে।

ঝালকাঠি জেলার ২টি আসনে ২৮৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত করা হবে। আনসারদের মধ্যে ২৩৭ জন অস্ত্রধারী, ২৩৭ জন এপিসি এবং ১৪২২ জন লাঠি সহ আনসার ও ৯৮৪ জন লাঠি সহ ভিডিপি (মহিলা) সদস্য নিয়োজিত করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer