Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তেলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ৫ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তেলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা

ঝালকাঠি : ঝালকাঠির কালিজিরা নদী মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১৫ সালের অধ্যাদেশের ১৫ ধারায় এ জরিমানা করা হয়। আজ বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জরিমানার আদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বরিশালের হরিনাফুলিয়া এলাকার বাসিন্দা ড্রেজার মালিক লিটন খান ও রুপাতলী এলাকার ড্রেজার মালিক আল আমিন খানের দুইটি ড্রেজার অবৈধভাবে বালু উত্তোলন করে। ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে তা দেখতে পায়। এসময় দুই ড্রেজার মালিককে একলাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন দুই ড্রেজার মালিক।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত বুধবার জাতীয় সংসদ বিধিমালা ২০১৮ এর আওতায় ঝালকাঠি শহরতলীর বিভিন্ন স্থানে রাস্তার পাশের প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে।

 

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer