Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জ্যাসপার গার্সিয়া লাভিয়ানা’র দুটি কবিতা

অনুবাদ : আকিব শিকদার

প্রকাশিত: ১৪:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৪:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

জ্যাসপার গার্সিয়া লাভিয়ানা’র দুটি কবিতা

সরোবরে ধ্যান

নদীতীরে ধ্যানস্থ এই তোমার থেকে আমি বহু দূরে
সুরচ্যুত স্বরলিপি বাঁধছি এখন পূণরায় সুরে সুরে

অবিরাম ঢেউ বুনছি নিবিড় শব্দ ফুরে ছন্দে ও ভাষায়
যেমন ছিল সে লিপি পেলাম ফেরত পূন তরঙ্গ আসায়

সরোবর ফের পাঠ করে যায়
জল নাচিয়ে ফেনায় ফেনায়

আবার বলে এবং আবার কন্ঠে তুলে সেই নাম অবিরাম
মুক্তি মুক্তি মুক্তি মুক্তি মুক্তির সংগ্রাম মুক্তির সংগ্রাম!

 
জ্বলন্ত অগ্নিকুন্ড

দাঁড়াই যখন জ্বলন্ত অগ্নিকুন্ডের পাশে
নিজেকে আমি ভাবি এক জ্বলন্ত অগ্নিকুন্ড।

বিপ্লবে জ¦লে ওঠে দুটি চোখ আমার
দুটি চোখ আমার যেন হায়েনার চোখ
আঙুলের আড়ালে লুকিয়ে রাখা ছোট চাকু
যেন সিংহের নখড়, যেন ঈগলের ঠোঁট।

সম্মিলিত জনতার সন্মুখে দাঁড়াই যখন
রক্তে আমার নাচে বিদ্রোহ আর বিপ্লব।


জ্যাসপার গার্সিয়া লাভিয়ানা সম্পর্কে

জ্যাসপার গার্সিয়া লাভিয়ানা। জন্ম ১৯৪১ সালে। নিকারাগুয়ার ধর্মযাজক, কবি। লাভিয়ানা গ্রামের কৃষক ও দরিদ্র জনসাধারণের ভেতরে কাজ করতে গিয়ে অবর্ণনীয় শোষণ ও অত্যাচার প্রত্যক্ষ করে সেসবের প্রচন্ড সমালোচক হয়ে ওঠেন।

লিবারেশন থিয়োলজিতে বিশ্বাসী লাভিয়ানাকে সামোজার ন্যাশানাল গার্ড দুবার গোপনে হত্যার চেষ্টা চালায়। তিনি দেশত্যাগ করে কোস্টারিকায় পালিয়ে আসতে বাধ্য হন। ১৯৭৮ সালে কোস্টারিকা সীমান্তে সান্দানিস্তা গেরিলা বাহিনীর হাতে তিনি নিহত হন। তাঁর মৃত্যুর পর নিকারাগুয়ার খ্যাতনামা কবি আর্নেস্তো কার্দেনালের তত্বাবধানে তাঁর লেখা পত্র ও কবিতাগুলি সংকলিত হয়। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer