Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা গ্রেডিং বিহীন সনদ পাবে: শিক্ষামন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ২২ অক্টোবর ২০২০

প্রিন্ট:

জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা গ্রেডিং বিহীন সনদ পাবে: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলিত বছরের মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নিয়ে ৩০ দিনের সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী ক্লাসে তুলে দেয়া হবে।

তবে যারা অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠবে, অর্থাৎ যাদের জেএসসি বা জেডিসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদের গ্রেডিং ছাড়াই সনদ দেওয়া হবে।বুধবার দুপুরে চলতি বছর স্কুলের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।

মন্ত্রী বলেন, আমরা সনদ দেওয়ার বিষয়টির সিদ্ধান্ত জানিয়ে দেবো। অষ্টম শ্রেণিতে পরীক্ষা দিলে তারা সনদ পেতো। এবার পরীক্ষা দিচ্ছে না বলে সনদ পাবে না তা তো নয়। জেএসসির সনদটি অনেকের জন্যই খুব জরুরি হতে পারে। এবার যেমন সবাই পরবর্তী ক্লাসে যাবে। সে জন্য পরীক্ষা যে অষ্টম শ্রেণি পর্যন্ত শেষ করেছে, কৃতকার্য হয়েছে সেটি উল্লেখ থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer