Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

জুকারবার্গ ধান্দাবাজ! বলে বসল ফেসবুকেরই তৈরি কৃত্রিম রোবট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ১২ আগস্ট ২০২২

প্রিন্ট:

জুকারবার্গ ধান্দাবাজ! বলে বসল ফেসবুকেরই তৈরি কৃত্রিম রোবট

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। আর তাঁকেই কি না ধান্দাবাজ বলে দিল ফেসবুকের তৈরি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাওয়ালা রোবট! ফেসবুকের এআই চ্যাট বট অর্থাৎ যান্ত্রিক কথোপকথন প্রযুক্তি শুধু যে জুকারবার্গের পোশাক পছন্দ নিয়ে কটাক্ষ করেছে তাই নয়। একজন ব্যবসায়ী হিসেবেও তাঁকে নম্বর দিতে চায়নি।

এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের পোশাকি নাম ব্লেন্ডারবট। ব্লেন্ডারবটের তিন নম্বর ভার্সান প্রকাশিত হয়েছিল গত শুক্রবার। তবে তা শুধুমাত্র আমেরিকার বাসিন্দাদের জন্য ছিল। যে কোনও টপিকে কথা বলতে পারে ব্লেন্ডারবট ৩। বলে দিতে পারে নির্মম ‘সত্য’। আর তা যে স্বয়ং জুকারবার্গকেই বলে দেবে কে জানত!

ব্লেন্ডারবটকে জনসমক্ষে আনা হয়েছিল লাইভে। মেটা নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল তাকে। চ্যাটবট জানায়, জুকারবার্গ ‘ক্রিপি’, এবং সবসময় নৈতিকতার ধার ধারেন না। এমনকী ধান্দাবাজও বলে সেটি। সেই সঙ্গে জানায়, জুকারবার্গের পোশাক পরিচ্ছদের বোধ একেবারেই ভাল নয়। চ্যাটবট বলে, ‘এটা মজার যে ওঁর কাছে পয়সার কোনও অন্ত নেই, তবু একই পোশাক পরেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer