Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জাহালমের ঘটনায় সোনালী ব্যাংকের দায় স্বীকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ২৪ আগস্ট ২০১৯

প্রিন্ট:

জাহালমের ঘটনায় সোনালী ব্যাংকের দায় স্বীকার

ঢাকা : বিনাদোষে কারাভোগকারী জাহালমের ঘটনায় নিজেদের দায় স্বীকার করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে সোনালী ব্যাংক।

শনিবার সকালে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় জড়িত ছিলেন তাদের ৮ কর্মকর্তা। এই জালিয়াতির মূলে ছিলেন ব্যাংকের কর্মকর্তা আমিনুল হক। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

প্রায় ৪১৬ পৃষ্ঠার এই প্রতিবেদনে আরো বলা হয়, জালিয়াতির সাথে সম্পৃক্ত, হিসেব লেখার ক্ষেত্রে যথাযথ ব্যক্তিবর্গের পরিচিতি উল্লেখ করা হয়নি।
এছাড়া, সংশ্লিষ্টদের কারো বেতন কাটা হয়েছে, কাউকে তিরস্কার করা হয়েছে।

এই ইস্যুতে প্রথম দায় স্বীকার করলো সোনালী ব্যাংক। এর আগে, দুর্নীতি দমন কমিশনের ১১ জন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেয়ার কথা জানায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer