Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

জার্মানির দুটি সংসদীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জার্মানির দুটি সংসদীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসছে

ঢাকা : জার্মানি থেকে উচ্চ পর্যায়ের দুটি সংসদীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত জার্মানি দূতাবাস।

এ সফর দু’দেশের সম্পর্ক আরও জোরদার করবে- এমনটি প্রত্যাশা দূতাবাসের। জর্মান বুনদেস্টজ’র (পার্লামেন্ট) ভাইস প্রেসিডেন্ট মিজ ক্লাউডিয়া রুথসহ জার্মানের আরও দু’জন সংসদ সদস্যের একটি দল দক্ষিণ এশিয়ায় সংসদীয় বন্ধুত্ব (পার্লামেন্ট ফ্রেন্ডশিপ গ্রুপ) গ্রুপের সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন।

মিজ ক্লাউডিয়া রুথ ২০০২ সাল থেকে জার্মান বুনদেস্টজ’র সদস্য। অপর দুই সদস্য শ্যাথিয়াস জিমার এবং ফ্রিথজোফ স্কিমিডিট।

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে জানতে এবং এর প্রতিকার বুঝতে তারা এ সফরে আসছে। এছাড়া পার্লামেন্ট ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান তোবিয়াস পিফ্লুগার, গেব্রিয়েলে কাটজমারেক এবং মিস বেটিনা স্টার্ক-ওয়াটজিনজারের সমন্বয়ে একটি প্রতিনিধি দল কক্সবাজার যাবে। তারা সেখানে সরকারি প্রতিনিধি এবং রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer