Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

জার্মান এয়ারলাইন লুফটহানজা কেবিন ক্রুদের ‘কঠোর’ ধর্মঘট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ৭ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

জার্মান এয়ারলাইন লুফটহানজা কেবিন ক্রুদের ‘কঠোর’ ধর্মঘট

ঢাকা : জার্মান এয়ারলাইন লুফটহানজার কেবিন ক্রূরা ৪৮ ঘণ্টার ‘ব্যাপক পরিসরে’ ধর্মঘট পালন শুরু করায় বৃহস্পতিবার এয়ারলাইনটির হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়ে। বেতন-ভাতা ও বিভিন্ন শর্ত নিয়ে এ এয়ারলাইনের কর্মীরা যতগুলো ধর্মঘট পালন করেছে এটি হচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে কঠোর ধর্মঘট। খবর এএফপি’র।

জার্মানির ইউএফও ফ্লাইট ক্রু ইউনিয়নের ডাকা এ ধর্মঘট বুধবার গ্রিনিচ মান সময় ২৩০০টায় শুরু হয়ে শুক্রবার গ্রিনিচ মান সময় ২৩০০টা পর্যন্ত চলার কথা রয়েছে।

লুফটহানজা জানায়, এ ধর্মঘটের কারণে তারা বাধ্য হয়ে বৃহস্পতিবার ৭শ’ ফ্লাইট এবং পরের দিন শুক্রবার প্রায় ৬শ’ ফ্লাইট বাতিল করেছে। তারা আরো জানিয়েছে, এসব ফ্লাইট বাতিল করায় প্রায় এক লাখ ৮০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবে।
ইউএফও জানায়, সর্বাত্মক এ ধর্মঘট পালনের স্বার্থে জার্মানির বিমানবন্দরগুলো থেকে লুফটহানজার কোন ফ্লাইটকে ছেড়ে যেতে দেয়া হবে না।

এ ধর্মঘট বৈধ বুধবার ফ্রাঙ্কফুটের একটি আদালত এমন নির্দেশনা দেয়ার পর জার্মানির বৃহত্তম এ এয়ারলাইনের ধর্মঘট বন্ধের সর্বশেষ প্রচেষ্টা ব্যর্থ হয়।

লুফটহানজা জানায়, এ এয়ারলাইনের যাত্রীরা ভোগান্তির মুখে পড়ায় তারা দু:খিত। তারা জোর দিয়ে বলেছে যে গ্রুপটির অন্যান্য এয়ারলাইন্সের যাত্রীরা ভোগান্তিতে পড়েনি।এক মুখপাত্র এএফপি’কে বলেন, ‘এ ধর্মঘটের কারণে ভোগান্তির মুখে পড়া আমাদের যাত্রীদের স্বার্থে আমরা প্রয়োজনীয় সবকিছু করবো।

এদিকে ইউএফও জানায়, লুফটহানজার শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এ ধর্মঘটের প্রয়োজন ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer