Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

জাফরুল্লাহর স্ত্রী-ছেলেও করোনায় আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ৩১ মে ২০২০

প্রিন্ট:

জাফরুল্লাহর স্ত্রী-ছেলেও করোনায় আক্রান্ত

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বর্তমানে কাশি ও কিছুটা শ্বাসকষ্ট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাফরুল্লাহ চৌধুরী ও তার স্ত্রী। গত ২৯ মে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী।

রোববার বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, সংগ্রাম করছি। জ্বর নেই, কাশি আছে, কিছুটা শ্বাসকষ্ট আছে।জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হোক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিরীন হকের জ্বর রয়েছে। রোববার সন্ধ্যায় তিনি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

৭৯ বছর বয়স্ক জাফরুল্লাহ চৌধুরী অনেকদিন থেকে কিডনির অসুখে ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer