Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ২১ মার্চ ২০১৯

প্রিন্ট:

জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

ঢাকা : লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদলতের বিচারক মমিনুন নেসার আদালতে একজন স্বাক্ষী সাক্ষ্য দেন।

মামলার বাদি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। আগামী ২৫ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মাশুক আহমেদ সমকালকে এসব তথ্য জানিয়েছে।তিনি বলেন, পর্যায়ক্রমে ৫৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।

গত বছরের ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ফয়জুর ওরফে ফয়জুল হাসান নামে জঙ্গিবাদে উদ্বুদ্ধ এক সাবেক মাদ্রাসাছাত্র।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer