Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জাপানে জি২০ সম্মেলনে শি ও পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২৫ জুন ২০১৯

প্রিন্ট:

জাপানে জি২০ সম্মেলনে শি ও পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন ট্রাম্প

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানে এ সপ্তাহের জি২০ সম্মেলনের ফাঁকে চীনের নেতা শি জিনপিং ও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের অন্যান্য দেশের নেতার সঙ্গে সাক্ষাত করবেন। সোমবার মার্কিন কর্মকর্তা একথা জানান।

সেখানে ট্রাম্পের সাক্ষাতের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মোরিসন রয়েছেন।

এছাড়া ট্রাম্প বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা বিবেচনা করে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গেও কথা বলবেন।
ওসাকায় এ সম্মেলনের দ্বিতীয় দিন আগামী শনিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এ সাক্ষাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জি২০ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট সিউলে যাবেন।সেখানে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শনে ট্রাম্পের কোন পরিকল্পনা রয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাইলে ওই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখান কোনটিই করেননি।

তবে ওই কর্মকর্তা বলেছেন, এশিয়ায় ট্রাম্পের সফর চলাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাতের কোন পরিকল্পনা নেই।

এ পর্যন্ত ট্রাম্প ও কিমের মধ্যে দুইবার বৈঠক হয়েছে। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে তাদের মধ্যে প্রথম এবং ২০১৯ সালের ফেব্রুয়ারি হ্যানয়ে দ্বিতীয় বৈঠক হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer