Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জাতীয় শিশু দিবসে গুগলের ডুডল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ১৭ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাতীয় শিশু দিবসে গুগলের ডুডল

ঢাকা : বিশেষ দিনে বিভিন্ন দেশের জন্য হোমপেজে আলাদা ডুডল দিয়ে থাকে গুগল। বাংলাদেশের জাতীয় শিশু দিবস উপলক্ষ্যেও একটি বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।

এই ডুডলে দেখা যাচ্ছে- সবুজ প্রকৃতির ওপর স্থাপিত একটি নেটওয়ার্কের ওপরে শিশুরা খেলছে। এদের কেউ নেটওয়ার্ক বেয়ে ওপরে উঠছে, কেউ বসে আনন্দ করছে, আবার কেউ সেটি বেয়ে নিচে নেমে আসছে। আর একজনকে দেখা যাচ্ছে বসে বই পড়তে। ডুডলটিতে গুগলের ইংরেজি বানানে ব্যবহৃত বর্ণগুলো দিয়ে বানানো হয়েছে শিশুদের অবয়ব।

শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে।

ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়। ডুডলে প্রদর্শিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।

২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে গুগল বাংলাদেশের জন্য প্রথম ডুডল তৈরি করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer