Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ৭ আগস্ট ২০২২

আপডেট: ১৯:২০, ৭ আগস্ট ২০২২

প্রিন্ট:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

আজ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় পাশের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh3Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।

২০২০ সালে অনুষ্ঠিত এই পরীক্ষায় সারাদেশে ৩১১ টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭ টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮ জন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer