Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে আন্দোলন আরো বেগবান হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৩, ১৬ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে আন্দোলন আরো বেগবান হবে

ঢাকা : জাতীয় ঐক্য ফ্রন্টকে স্বাগত জানিয়ে ২০ দলীয় জোট বলেছে, ‘এই ফ্রন্টের মাধ্যমে জনগণের আন্দোলন আরো বেগবান হবে।’

সোমবার রাতে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় এ বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে যোগ দেন জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে জাতীয় ঐক্য ফ্রন্টের সাত দফা দাবিতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি অন্তর্ভুক্ত করায় তাঁদের ধন্যবাদ জানায় ২০ দলীয় জোট।

এ ছাড়া জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যান্য দাবি ও লক্ষ্যগুলোর সঙ্গেও একমত পোষণ করে ২০ দলীয় জোট। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি এবং ২০ দলীয় জোটও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একই দাবি করে আসছে।’

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘২০ দলীয় জোটের পক্ষ থেকে ফ্রন্টকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি যে এই জোট গঠনের মধ্য দিয়ে আগামী দিনে জনগণের আন্দোলন আরো জোরদার হবে, বেগবান হবে এবং এ সরকার জনগণের ন্যায়সঙ্গত দাবি মেনে দেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য আবদুল হালিম, কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের আবদুর রকিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার তাসনিয়া প্রধান, জমিয়তে ওলামা আল ইসলামের মাওলানা নূর হোসেন কাসেমী, মুফতি ওয়াক্কাস, সাম্যবাদী দলের সাঈদ আহমদ, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer