Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

জাতিসংঘের লেবানন অভিযানে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী

India News Network

প্রকাশিত: ২৩:১২, ২২ জুলাই ২০২১

প্রিন্ট:

জাতিসংঘের লেবানন অভিযানে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘ অবদান এবং ঐতিহ্য রয়েছে

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন মেরিটাইম টাস্ক ফোর্সে অংশ নিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনী। এমনটি জানালেন ভারতীয় নৌবাহিনীর উপ-প্রধান রভনিত সিং।

গত মঙ্গলবার, নিউইয়র্কে, জাতিসংঘে ভারতীয় স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তির সঙ্গে বৈঠক করেন নৌবাহিনীর উপ-প্রধান ভাইস এডমিরাল রভনিত সিং। বৈঠককালে শান্তিরক্ষী মিশনে ভারতের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি, সামুদ্রিক সুরক্ষা নিশ্চায়ন এবং অন্যান্য কৌশলগত বিষয়াদি নিয়েও আলোচনা করেন তাঁরা। পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র।

জাতিসংঘ সদর দপ্তরের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কার্লোস লোয়েটে এবং উপ-সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মরেন ও ’ব্রায়েনের সঙ্গেও বৈঠকে মিলিত হোন তিনি। সেখানে জাতিসংঘের লেবানন মিশন এবং ভারতের অংশগ্রহণ নিয়ে সার্বিক মতবিনিময় করেন তাঁরা। পরবর্তীতে বিষয়টি এক টুইটবার্তায় জানায় ভারতীয় নৌবাহিনী।

সূত্র মতে, উক্ত বৈঠকে নৌবাহিনী উপ-প্রধান জানিয়েছেন, জাতিসংঘের লেবানন অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনী। এছাড়াও, বিদেশী শান্তিরক্ষা মিশন সমূহে ভারতের ক্রমবর্ধমান অবদান সম্পর্কে আলোচনা করেন তিনি। উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দীর্ঘ অবদান এবং ঐতিহ্য রয়েছে ভারতের।

প্রসঙ্গত, ১৯৪৮ সাল থেকে বর্তমান অবধি জাতিসংঘ পরিচালিত প্রায় ৭১ টি শান্তিরক্ষা মিশনের ৪৯ টি তে প্রায় দু লক্ষ ভারতীয় সৈনিক অংশগ্রহণ করেছেন। দক্ষিণ সুদান সহ বেশ কিছু দেশে কঠোর পরিবেশে নিষ্ঠার সঙ্গে কাজ করার দরুণ বিশ্বব্যাপী ব্যাপক সুনাম বয়ে আনেন ভারতীয় জওয়ানগণ। বর্তমানে প্রায় ৬৭০০ -এর বেশি ভারতীয় সেনা ও পুলিশ জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে প্রায় দেড়শতাধিক ভারতীয় সৈনিক শান্তিরক্ষায় নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। এছাড়া, লেবাননে শান্তি মিশনে প্রায় ৮৪৭ জন ভারতীয় সৈন্য ইতোমধ্যে নিয়োজিত রয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer