Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জাতিসংঘের পদক্ষেপ প্রত্যাখ্যানের ঘোষণা মিয়ানমারের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

জাতিসংঘের পদক্ষেপ প্রত্যাখ্যানের ঘোষণা মিয়ানমারের

জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থাকে মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, জাতিগত রোহিঙ্গা মুসলিমদের অধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়টি আন্তর্জাতিক আদালতে নেয়ার যেকোনো পদক্ষেপ তার দেশ প্রত্যাখ্যান করে।

রাষ্ট্রদূত কিয়াও মো তুন জোর দিয়ে বলেন, মিয়ানমার সরকার ‘কারও প্রতি কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন সহ্য করবে না’ এবং তারা ‘জবাবদিহির বিষয়টি সমাধানে সক্ষম’।

জাতিসংঘের বিশেষ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের উপস্থাপন করা প্রতিবেদনের জবাবে মঙ্গলবার তিনি এ কথা বলেন। ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দায়ী করার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ধারাবিবরণী যুক্ত রয়েছে এবং বলা হয়েছে যে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্রোহ দমন অভিযানে ‘গণহত্যার কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল। এতে আরও বলা হয়, অভিযানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় এবং ৭ লাখ ৪০ হাজারের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে পালিয়ে যেতে হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer