Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

জলবায়ু বাস উদ্বোধন হচ্ছে রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ১৪ মার্চ ২০২০

প্রিন্ট:

জলবায়ু বাস উদ্বোধন হচ্ছে রোববার

ঢাকা : জলবায়ু বাস উদ্বোধন হচ্ছে রোববার । বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ বাস চালু করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

রোববার রাজধানীর সচিবালয়ের দক্ষিণ পাশের সড়কে আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে জলবায়ু বাস উদ্বোধন করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ বাস উদ্বোধন করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বাসের মধ্যেমে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে অবহিতকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। বাসে ডিজিটাল এলইডি ডিসপ্লে, মোবাইল থ্রিডি সিনেমা সিস্টেম, ইন্টারঅ্যাকটিভ কিয়স্ক, সোলার প্যানেলস ফর গ্রিন এনার্জি ও ওয়াইফাই এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য সম্বলিত আর্কাইভ থাকবে।

রাজধানী থেকে শুরু করে দেশজুড়ে এ বাস জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে অবহিত করা ছাড়াও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পরবর্তী সময় আরও বাস চালু করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer