Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

জমির খাজনা দেয়া যাবে বিশ্বের যে কোন স্থান থেকে: ভূমিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ২৮ অক্টোবর ২০২০

প্রিন্ট:

জমির খাজনা দেয়া যাবে বিশ্বের যে কোন স্থান থেকে: ভূমিমন্ত্রী

ছবি: পিআইডি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে জমির খাজনা প্রদান করা যাবে। তিনি বলেন, ভূমি কর প্রদানের সঙ্গে সম্পৃক্ত দেশের ৩ কোটি ৬০ লাখ জনগণ এ সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হবে এবং মানুষের ভূমি সংক্রান্ত হয়রানি কমার পাশাপাশি ভূমি অফিসের দুর্নীতিও বন্ধ হবে।

সাইফুজ্জামান চৌধুরী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘হাতের মুঠোয় ভূমি সেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ার পাইলটিং (১ম পর্যায়) কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রয়াসে গত দশ বছরে ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা সম্ভব হয়েছে। তাঁর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে দূরদর্শী উদ্যোগের ফসল হিসেবে মন্ত্রণালয় ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ লাভ করেছে।”

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ মহাপরিকল্পনার অংশ হিসেবে ভূমি সেবা গ্রহীতাদের স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে ও হয়রানি মুক্তভাবে সেবা প্রদানের লক্ষ্যে প্রচলিত বিধি-বিধানের আলোকে চালুকৃত ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি ডিজিটাইজেশন করা হয়েছে।

মৌজা রেট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়টি আইন মন্ত্রণালয়ের এখতিয়ার। আন্ত:মন্ত্রণালয় বৈঠকে বিষয়টি আমরা তুলে ধরব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২১ সালের জুলাই মাস নাগাদ দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেয়া হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী এবং মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer