Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জনস্বার্থে নিজের বিয়ে বাতিল করলেন জেসিন্ডা আরডার্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ২৩ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

জনস্বার্থে নিজের বিয়ে বাতিল করলেন জেসিন্ডা আরডার্ন

করোনার বিধিনিষেধ মানতে গিয়ে বাধ্য হয়ে নিজের বিয়ে বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।রোববার এ খবর জানিয়েছে জেসিন্ডা নিজেই। খবর এনডিটিভির

বিধিনিষেধ সম্পর্ক বিস্তারিত জানিয়ে জেসিন্ডা বলেন, আমার বিয়ে এগোচ্ছে না। নতুন বিধিনিষেধ অনুযায়ী, টিকার দুই ডোজ নেওয়া এমন ১০০ ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি পাবে। এ ধরনের বিধিনিষেধের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও এখন তাদের দলে। আমি খুবই দুঃখিত।

এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক পরিবারের নয়জন ওমিক্রনে সংক্রমিত হন। ওই পরিবার উড়োজাহাজে ভ্রমণ করেছিল। উড়োজাহাজের একজনকর্মীও ওমিক্রনে আক্রান্ত হন। এরপর রোববার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে বিধিনিষেধ জারি করা হয়।

ডেলটার তুলনায় ওমিক্রন বেশি সংক্রামক হলেও এতে সংক্রমিত হলে ভয়ানক অসুস্থতার হার কম। নিউজিল্যান্ডে ভিড় কমানো, গণপরিবহন–দোকানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

জেসিন্ডা আরডার্ন ও প্রেমিক ক্লার্ক গেফোর্ডের আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের বিয়ের তারিখ ঘোষণা করার কথা ছিল। নতুন বিধিনিষেধের কারণে তাদের বিয়ের তারিখ ঘোষণা অনিশ্চিত হয়ে পড়ল।

নিউজিল্যান্ডে এ পর্যন্ত ১৫ হাজার ১০৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫২ জনের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer