Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ১৮ অক্টোবর ২০১৮

আপডেট: ১০:৫৯, ১৮ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

ঢাকা : জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

বৃহস্পতিবার সকালে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার সময় তিনি মগবাজারের নিজ বাসায় স্ট্রোক করেন। এর পর দ্রুত তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেণ। সকাল ৯টার সময় তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।

এলআরবি ব্যান্ডের ম্যানেজার শামীম বিষয়টি নিশ্চিত কররেন।

আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লে-ব্যাক শিল্পী। এলআরবি (লাভ রানস ব্লাইন্ড) ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer