Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

জঙ্গী হামলায় মালিতে ৪২ সেনা নিহত, আহত ২২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ১১ আগস্ট ২০২২

প্রিন্ট:

জঙ্গী হামলায় মালিতে ৪২ সেনা নিহত, আহত ২২

পশ্চিম আফ্রিকার মালিতে ভয়াবহ এক জঙ্গী হামলায় কমপক্ষে ৪২ সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ২২ জন সেনা। গত রবিবার দেশটির তেসিত শহরের কাছে এই ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানিয়েছে মালি সরকার।

মালি কর্তৃপক্ষ এই অতর্কিত জঙ্গী হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে । এক বিবৃতিতে মালি সরকার বলেছে, “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো।

ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।”

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer