Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

ছোট বাধা কাটিয়ে উঠতে পারলেই জিতবে বাংলাদেশ : সাকিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ১৫ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ছোট বাধা কাটিয়ে উঠতে পারলেই জিতবে বাংলাদেশ : সাকিব

ঢাকা : আপাত দৃষ্টিতে ২৫ রানের হার ছোট মনে হতে পারে। কিন্তু টি-২০ ক্রিকেটে ২৫ রানের হার ঢের বড়। আফগানদের ১৬৫ রান তাড়া করতে নেমে ১৩৯ রানে অলআউট হওয়ায় প্রমাণ করে বাংলাদেশ ব্যাটিংয়ে কতটা ধুকেছ। এ নিয়ে পাঁচ টি-২০ ম্যাচের মধ্যে আফগানদের বিপক্ষে চারটিতে হারল বাংলাদেশ।

তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, মাঠে ছোট ছোট বাধার সম্মুখিন হয় বাংলাদেশ। ওগুলো কাটিয়ে উঠতে পারলেই জিতবে বাংলাদেশ।

ছোট করে বিশ্লেষণ করলে বাংলাদেশ পরিকল্পনা করে আফগানদের বিপক্ষে খেলতে পারেনি। মুশফিককে নিয়ে খড়িবাজি খেলাও মানায় না। চার বোলার নিয়ে খেলা মানেই রক্ষণাত্মক মানসিকতা। যার খেসারত শেষ ১০ ওভারে দিতে হয়েছে বাংলাদেশকে। সাকিবও মনে করেন শেষ ১০ ওভারের জন্য হেরেছে তারা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, `আমার মতে, প্রথম ১০ ওভারে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। পরের ১০ ওভারে ওরা ১০০ রানের ওপরে তুলে ফেলেছে। ব্যাটে পরে আমরা ওই রান তাড়া করার মতো খেলতে পারিনি।`

ম্যাচের ১৮তম ওভারে সৌম্য সরকার ২২ রান দিয়েছেন। কিন্তু সাকিব মনে করছেন ১৯তম ওভারে সাইফউদ্দিনের করা নো বলটা ক্ষতি করে দিয়েছে বাংলাদেশের, `আমি মনে ওই নো বলটার মাশুল দিতে হয়েছে আমাদের। ওই ওভারে ১৭ রান দিয়ে ফেলি আমরা। ওটাই আমাদের মোমেন্টাম বদলে দিয়েছে।`

ব্যাটিং নিয়ে সাকিব বলেন, `আমরা ভালো একটা শুরু চেয়েছিলাম। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্তু দূভাগ্যবশত আমরা তা পারিনি। গুরুত্বপূর্ণ সময়ে গিয়ে রান করতে পারিনি। আমরা অনেক বেশি অতিরিক্ত রান দিয়ে ফেলেছি। আমাদের মাঠে ছোট ছোট বাধাগুলো কাটিয়ে উঠতে হবে।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer