Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ছাত্রী ধর্ষণের ঘটনায় ঢাবিতে বিক্ষোভ অব‌্যাহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ৭ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ছাত্রী ধর্ষণের ঘটনায় ঢাবিতে বিক্ষোভ অব‌্যাহত

ঢাকা : বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চেয়ে আজও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার সকালে তীব্র শীতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। স্লোগানে স্লোগানে ধর্ষণের প্রতিবাদ ও এর বিচার দাবি করছেন তারা।

আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে শুভ সংঘের ব্যানারে প্রতিবাদ জানানো হয়। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা মিলে মুখে কালো পতাকা বেঁধে পদযাত্রা করেন। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

এদিকে সকালে ঢাবি রাজু ভাস্কর্যে গিয়ে দেখা যায়, ভাস্কর্যগুলোর মাথায় কালো কাপড় বেঁধে রাখা হয়েছে। উপস্থিত অনেকে বলছেন, ‘দেশে যে পরিমাণ অনাচার বেড়েছে তার প্রতীকী প্রতিবাদ হলো ভাস্কর্যগুলোর মাথায় কালো কাপড়।

এ ঘটনার প্রতিবাদে আজ ছাত্রলীগের প্রতিবাদী চিত্রাঙ্গন, মানববন্ধন, ছাত্র শিক্ষক সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিবাদ অনুষ্ঠিত হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer