Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ছাত্রলীগ কর্মী রাহাতের তালবীজ রোপণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

ছাত্রলীগ কর্মী রাহাতের তালবীজ রোপণ অব্যাহত

ছবি: বহুমাত্রিক.কম

বিগত কয়েক বছরে বাংলাদেশে বজ্রপাতের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারে তালগাছ। সেই ভাবনা থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ  গাজীপুর শ্রীপুর কাওরাইদ মধ্যপাড়ায় রাস্তার দুই  ধারে তালবীজ রোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে গাজীপুর জেলা ছাত্রলীগ কর্মী রাহাত আকন্দের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী।

ছাত্রলীগ কর্মী রাহাত আকন্দ জানান, ‘সামাজিক বৃক্ষরোপণে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে তাল বীজ রোপণকে। তাল গাছের বীজ লাগানোর প্রধান উদ্দেশ্য হলো বজ্রপাত থেকে গ্রামের পথচারীদের  বাঁচানো এবং একই সাথে পরিবেশ রক্ষা করা। বর্তমান বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, যাকে বজ্রপাতের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। আমরা বৃক্ষরোেপণের মতো সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই তালবীজ রোপণ করে যাচ্ছি। পরিবেশ সুরক্ষায় সামান্য অবদান রাখলেও আমাদের শ্রম সার্থক হবে।’ রাহাত আকন্দের নেতৃত্বে এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও অংশ নেয় ছাত্রলীগ কর্মী শিহাব খান,মুন্না,শহিদুল, সাকিব সহ স্থানীয় তরুণরা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer