Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

চড়া দামে বিক্রি হলো টুইটারের কাঠের পাখিটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ২০ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

চড়া দামে বিক্রি হলো টুইটারের কাঠের পাখিটি

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লোগোতে থাকা পাখির আদলে কাঠের তৈরি ভাস্কর্যটি নিলামে বিক্রি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের প্রধান কার্যালয়ে এ ভাস্কর্যটি ছিল। এটি এক লাখ ডলার বা এক কোটি পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ কার্যালয়ে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও আসবাব নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় নীল রঙের পাখির ভাস্কর্যটি নিলামে তোলা হয়। অন্য পণ্যগুলো তুলনামূলক কম দামে বিক্রি হয়। তবে পাখির ভাস্কর্যটি বেশ চড়া দামে বিক্রি হয়েছে। সূত্র: বিবিসি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer