Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

চ্যাম্পিয়নস লিগে আগামী দুই মৌসুম নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২০

আপডেট: ১০:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

চ্যাম্পিয়নস লিগে আগামী দুই মৌসুম নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি

ঢাকা : উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় চ্যাম্পিয়নস লিগে আগামী দুই মৌসুম নিষিদ্ধ হয়েছে ম্যানচেস্টার সিটি। একই সঙ্গে ম্যানচেস্টারের ক্লাবটিকে আড়াই কোটি ইউরো জরিমানা করা হয়েছে। অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে ক্লাবটি।

ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হওয়ায় হতাশা প্রকাশ করেছে সিটি কর্তৃপক্ষ। শুক্রবার দেওয়া বিবৃতিতে একই সঙ্গে উয়েফার এই শাস্তিতে তারা বিস্মিত নয় বলেও জানিয়েছে।

এরআগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রয়োজনীয় তথ্য উয়েফাকে দিতে ব্যর্থ হয়েছে সিটি। ক্লাবটির বিরুদ্ধে লভ্যাংশ নিয়ে ভুল তথ্য দেওয়ায় এবং তদন্তে সহায়তা না করার অভিযোগ এনেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

এদিকে ২০১৪ সালেও ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতার নিয়ম ভাঙার দায়ে সিটিকে চার কোটি ৯০ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer