Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

চোরাচালন রোধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চোরাচালন রোধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

হবিগঞ্জ : জেলার মাদক ও চোরাচালন রোধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর হেলার ধর্মঘর সীমান্তের ১৯৯৪ পিলারের ভারতের ১০০ গজ অভ্যন্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ-১২০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জেপি যাদব।

৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, বৈঠকে মাদক ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফলপ্রসু আলোচনা হয়। এ সময় বিএসফ ও বিজিবি’র উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer