Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

চূড়ান্ত পর্যায়ে করোনাভাইরাস, মহামারির আশঙ্কা ডব্লিউএ’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

চূড়ান্ত পর্যায়ে করোনাভাইরাস, মহামারির আশঙ্কা ডব্লিউএ’র

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে এবং মহামারি আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম গেব্রেইয়েসাস।

এরই প্রেক্ষিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লড়াই করছে সেসময়ই এসব কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

চীনের বাইরেও বিভ্ন্নি দেশে নতুন এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ইরান ও ইতালি ভাইরাস সংক্রমণের বড় কেন্দ্রস্থল হয়ে উঠেছে এবং সেখান থেকে ভ্রমণকারীদের মাধ্যমে আরও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ড. টেড্রস বলেন, ‘করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, এটি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়’।

বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশের ৮০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এতে প্রায় ২ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer