Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

চীনের তৈরি সাতটি বিমান দেশে আনা হয়েছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ১৫ অক্টোবর ২০২০

প্রিন্ট:

চীনের তৈরি সাতটি বিমান দেশে আনা হয়েছে

চীনের তৈরি সাতটি বিমান বাংলাদেশে আনা হয়েছে। বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য চীন থেকে এসব বিমান কেনা হয়েছে। বৃহস্পতিবার নিজস্ব বৈমানিকের হাত ধরে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে বিমানগুলো অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা যায়, বর্তমান সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রচেষ্টায় চীনের তৈরি অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান কেনা হয়। ক্রয় চুক্তির আওতায় চীন সরকারের সিএটিআইসির মাধ্যমে বিমানগুলো সরবরাহ করেছে।

বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়।

অভ্যর্থনার সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer