Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

চীনের ক্ষেপণাস্ত্র নিয়ে ন্যাটো প্রধানের উদ্বেগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ১৩ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চীনের ক্ষেপণাস্ত্র নিয়ে ন্যাটো প্রধানের উদ্বেগ

ঢাকা : ন্যাটো প্রধান জেন স্টলেনবার্গ চীন এবং রাশিয়ার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দিতে চীনের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার জার্মান জেডডিএফ টেলিভিশনকে তিনি বলেন, আমরা দেখছি চীন নতুন ক্ষেপণাস্ত্রসহ আধুনিক অস্ত্রে বিপুল বিনিয়োগ করছে।

তিনি ১৯৮৭ সালের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আইএনএফ-এর প্রসঙ্গ টেনে বলেন, চীন এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হলে তাদের অর্ধেক ক্ষেপণাস্ত্রই চুক্তি লংঘনের আওতায় পড়বে।
তিনি বলেন, আমরা চুক্তিটির সম্প্রসারণ চাই যেন চীনও এর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএনএফ (ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস অ্যাকর্ড) চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন।
এর পর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চুক্তি থেকে বেরিয়ে গেলে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরুর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপের মাটিতে যুক্তরাষ্ট্র নতুন কোন ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে মস্কো এর পাল্টা প্রতিশোধ নেবে।

স্টলেনবার্গ বলেন, ন্যাটো নতুন কোন অস্ত্র প্রতিযোগিতা চায় না। কিন্তু আমরা রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়েও উদ্বিগ্ন। কারণ, এগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং বার্লিনসহ ইউরোপের যে কোন শহরে আঘাত হানতে পারে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer