Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

চীনেও মাংখুটের তাণ্ডব, ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চীনেও মাংখুটের তাণ্ডব, ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

ঢাকা : প্রলয়ঙ্কারী টাইফুন মাংখুটের কবলে ফিলিপাইনে অর্ধশতাধিক মানুষ নিহত হওয়ার পর এবার সেটি চীনে আঘাত হেনেছে। দেশটির দক্ষিণাঞ্চলে এর আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জন নিহত হয়েছে। এদিকে মাংখুটের আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ হয়েছে।

টাইফুন মাংখুট গত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে অন্যতম।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানদংয়ে মাংখুটের আঘাতে দু’জন নিহত হয়েছে। এ ছাড়া এর কবল থেকে বাঁচাতে গুয়াংদন এবং হাইনান দ্বীপ থেকে ২৫ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। রোববার বিকেল নাগাদ এটি চীনের উপকূলে আঘাত হানে।

এ ছাড়া সুপার টাইফুন মাংখুটের কবলে পড়ে হংকংয়ের অনেক ভবন ধসে পড়েছে এবং শহরটি প্রায় অচল হয়ে পড়েছে। প্রধান প্রধান সড়ক বন্ধ, ট্রেন চলাচল স্থগিত এবং ফ্লাইট বাতিলের মধ্যে দিয়ে শহরটির যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer