Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

চীনে শিক্ষার্থীদের সকাল ৮টার পর ঘুমালেই দেওয়া হবে শাস্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ১৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

চীনে শিক্ষার্থীদের সকাল ৮টার পর ঘুমালেই দেওয়া হবে শাস্তি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘুম থেকে ওঠার সময়ও বেঁধে দেওয়া হলো চীনে। চীনের সাংহাই ইউনিভার্সিটিতে এই নিয়ম জারি করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, ইউনিভার্সিটির স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা সকাল ৮ টার বেশি সময় ঘুমাতে পারবেন না। আর যারা স্নাতকোত্তরের শিক্ষার্থী, তারা এক ঘণ্টা বেশি ঘুমনোর সময় পাবেন। প্রত্যেকদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠে পড়তে হবে শিক্ষার্থীদের। এছাড়া নিজের বেড ছাড়া অন্য কোনও বেড খালি থাকলেও সেখানে ঘুমনো যাবে না। এতে সোশ্যাল বিহেভিয়ার অ্যাকাউন্ট থেকে ১৫ পয়েন্ট কাটা যাবে। আর এভাবে পয়েন্ট কমে গেলে স্কলারশিপ পেতে অসুবিধা হবে।

এই নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা তদারকি করবেন ইউনিভার্সিটির হোস্টেলের কেয়ারটেকাররা।

জানা গেছে, চীনের সাংহাই ইউনিভার্সিটিতে স্নাতক স্তরে পড়াশোনা করেন অন্তত ২০,০০০ শিক্ষার্থী। স্নাকোত্তরে ১৬,৫০০ জন।

এই নিয়ম জারির পর অনেকেই বলছেন, এটা কী ইউনিভার্সিটি নাকি জেলখানা?অনেক শিক্ষার্থী বলছেন, প্রজেক্ট শেষ করতে তাঁদের রাতে অনেকক্ষণ জেগে থাকতে হয়, ফলে সকালে ওঠাটা তাদের কাছে শাস্তি। তারা এই নিয়মে রীতিমত আতঙ্কিত। কারণ অনেক সময় তাঁদের সারা রাত জেগে থাকতে হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer