Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরে যোগ দিবে সৌদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরে যোগ দিবে সৌদি

ছবি : সংগৃহীত

ঢাকা : চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পে তৃতীয় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সৌদি আরব যোগ দিবে বলে জানিয়েছে ইসলামাবাদ।

রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, সিপিইসি বিষয়ে কথা বলার জন্য সৌদি জ্বালানিমন্ত্রীর নেতৃত্বে উচ্চ-ক্ষমতার একটি প্রতিনিধি দল আগামী মাসে পাকিস্তান সফর করবে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সঙ্গী হয়েছিলেন ফাওয়াদ চৌধুরী।

তিনি আরো বলেন, চীনের উচ্চাভিলাষী প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ বা বিআরআই’তে যোগ দেয়ার জন্য সৌদিকে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে পাকিস্তান।

বন্ধু দেশগুলোকে সিপিইসিতে যোগ দেয়ার আহ্বান জানানো হবে বলে চীন এবং পাকিস্তান আভাস দেয়ার কয়েক দিনের মধ্যেই সৌদি আরবকে এতে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer